জীবন জীবিকা সংস্থা (স্টেম ট্যালেন্ট ফাউন্ডেশন)- একটি নন-প্রফিট, স্বেচ্ছাসেবী পরিচালিত অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান- যার মূল লক্ষ্য বাঙালীর ছেমেয়েদেরকে আধুনিক স্কি্লে একদম ছোটবেলা থেকে তৈরী করা। আমরা মনে করি স্কুল কলেজের শিক্ষা- তা যে মিডিয়ামের হোক- যে বোর্ডের হোক তা বাচ্চাদের ছোটবেলা থেকে ভবিষ্যতের জীবনের জন্য তৈরী করতে ব্যর্থ হচ্ছে। কারন স্কুলের সিলেবাস, পড়ানোর পদ্ধতি আধুনিক চাকরির চাহিদার সাথে তাল মিলিয়ে চলতে পারছে না। যার জন্য আমরা পাশাপাশি, একটি অনলাইন শেখার প্ল্যাটফর্ম তৈরী করেছি- যার মধ্যে দিয়ে শিশু থেকে বয়স্ক লোকেরা আধুনিক স্কিলে শিক্ষিত হতে পারে।
১) ছাত্রছাত্রীদের শরীর এবং মনের স্বাস্থ্য- এটা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি। এরজন্য যোগা ক্লাশ সবার জন্য শুরু হয়েছে- আরো অনেক ক্রিয়েটিভ ক্লাস, মেডিটেশন স্পোর্টস আমরা শুরু করব।
২) ছাত্রছাত্রীদের মনে আরো আম্বিশন এবং সঠিক উচ্চাকাঙ্খা ঢোকাতে হবে। বাঙালী ছাত্রছাত্রীদের একদম কোন উচ্চাশা নেই। তারা প্রভুর বদলে ভৃত্য হতে বেশী আগ্রহী। এবং ভাবছে- তাতে জীবন কেটে যাবে। যাবে না। এই অটোমেশন- এ-আই, রোবোটের দুনিয়ায়- নিম্ন ক্যাটেগরি লো স্যালারি চাকরিগুলো সব আস্তে আস্তে উঠে যাবে বা যাচ্ছে।
৩) ছাত্রছাত্রীদের কোডিং/প্রোগ্রামিং একদম ছোটবেলা থেকে শেখানো-যাতে তারা কম্পিউটার প্রোগ্রামিং এ খুব দক্ষ হয়। কারন এটাই এখন ভাল চাকরি বা ব্যবসার জন্য মাস্টার স্কিল। এই কাজ আমরা সবার আগে শুরু করেছি-যা আমাদের নির্ধারিত সিলেবাসে/প্রোগ্রামে বিদ্যাস্তু করাচ্ছে।
৪) ছাত্রছাত্রীদের ইংরেজি কমিউনিকেশন স্কিলকে পেশাদার পর্যায়ে নিয়ে যাওয়া। বাংলায় এখন প্রচুর অলিতে গলিতে ইংরেজি মিডিয়াম স্কুল- কিন্ত সেখানে ছেলেমেয়েরা যা ইংরেজি শিখছে- তা কোন ভাল চাকরিতে পাতে দেওয়ার যোগ্য না। আমাদের ইংরেজি প্রোগ্রামে আধুনিক সফটোয়ার কাজে লাগিয়ে- আধুনিক এ আই টুলস দিয়ে ইংরেজি শেখানো হচ্ছে- যাতে আধুনিক টেকনোলজির সাহায্য নিয়ে ছাত্রছাত্রীরা এগিয়ে যেতে পারে।
৫) আরো ভাল করে অঙ্ক শেখানো। কারন স্কুলের ম্যাথসের সিলেবাস আউটডেটেড- বোরিং- এবং যুগোপযোগী না। আমরা একদম আধুনিক ভাবে অঙ্ক শেখাচ্ছি- ছেলেমেয়েরা অঙ্ক করছে স্প্রেডশিট, পাইথন, চ্যাটজিপিটির মতন আধুনিক টুল ব্যবহার করে- যাতে অঙ্কে তাদের ভীতি কাটে- এবং ম্যাথসটা তাদের কাছে একটা ভাল “স্কিল” হয় সারাজীবনের জন্য।
৬) সেলফ লার্নিং বা নিজে নিজে শেখা- মনের ফোকাস/মনঃসংযোগ বাড়ানো- এগুলোর ওপর জোর দেওয়া হবে।
৭) বিজ্ঞান শেখানোর জন্য মূলত তিনটে জিনিসে জোর দেওয়া হবে – এক, যাতে ক্লাস ৮ থেকে এরা নীট/ আই আই টির জন্য প্রিপারেশন নেওয়া চালু করতে পারে। দুই, প্রতিষ্ঠিত বাঙালী বিজ্ঞানীদের দিয়ে ক্লাস নেওয়ানো-যাতে তারা আরো ভাল প্রাক্টিক্যাল আইডিয়া পায়, তিন, আমরা ভবিষ্যতে ভ্রাম্যমান ল্যাবেরটরি, পকেট ল্যাবরাটরির ব্যবস্থা করছি।
৮) যারা আন্ডারগ্রাজুয়েট সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট – তাদেরকে কিভাবে ইন্টার্নশিপ পাওয়ানো যায়। কারন ভাল ইন্টার্নশিপ পেলে-তবেই তারা ভাল চাকরি পাবে। তারজন্য প্রোগ্রামিং/কোডিং, ভাল স্টাট শেখানো, ইন্টারভিউ সফট স্কিল-সব কিছুর ব্যবস্থা আস্তে আস্তে করা হবে। মক কোডিং টেস্ট থেকে আরো অনেক কিছু আস্তে আস্তে আসছে।
৯) যারা বেকার বসে আছেন অনেক ডিগ্রি নিয়ে- বা সরকারি চাকরিতে মাইনেতে সন্তুষ্ট না- ঘরে বসে ফ্রিল্যান্সিং করে আরো ইনকাম করতে চাইছেন-তাদের জন্য প্রোগ্রামিং/কোডিং/ ডিজিটাল মার্কেটিং এর ব্যবস্থা করা। এই সেকশনের জন্য ইনভেস্টমেন্ট/ শেয়ার টেডিং এর ট্রেনিং ও দেওয়া হবে ভবিষ্যতে।
১০) কৃষক/ব্যবসায়ীদের তাদের ফিল্ডে আরো আধুনিক ভাবে ট্রেইন্ড করা-যাতে তারা লোন পেতে পারে, নিজেদের প্রোডাক্ট আরো ভাল ভাবে বেচতে পারে।
JibonOJeebika – a non-profit, volunteer-run online educational institution – aims to equip Bengali children with modern skills from an early age. We feel that school college education – be it medium – be it board is failing to prepare children for future life from childhood. Because the school syllabus, teaching methods are not keeping pace with modern job demands. For which we have also created an online learning platform – through which people from children to adults can be educated in modern skills.
This is our main 10 points agenda for now. We will move forward on this ten-point agenda. You need help.
Program Director
+91 9038538207
(টেক্সট মেসেজ:)
+91 9007709916
(টেক্সট মেসেজ:)
+91 7431914413
(টেক্সট মেসেজ:)
+91 7679434474
(টেক্সট মেসেজ:)
Mallika Chatterjeee
Program Director
+91 9038538207
(টেক্সট মেসেজ:)